গ্যালারি

রেসিপিঃ শোল এবং পেঁপে রান্না (ছবি ব্লগ, দেখেই বুঝা যায়)


এই ধরনের সাধারন রান্না আপনাদের অনেক দেখেয়েছি, খুবই সাধারন রান্না। আশা করি, ছবি দেখেই আপনারা এই রান্না করে ফেলতে পারবেন। যদি না পারেন তবে আমি তো আছিই! চলুন আমাদের চেষ্টা চলুক।


মনোহরদীতে পেঁপে চাষে বদলে গেছে কৃষকের ভাগ্য! পেঁপে চাষে কৃষকদের আমি নিজেও সাফল্য কামনা করি। আমাদের কৃষকরা এগিয়ে চলুক। পেঁপেতে ভেজাল হয় না বলে এখনো মনে হয়!!


ছবি ১


ছবি ২


ছবি ৩


ছবি ৪


ছবি ৫


ছবি ৬


ছবি ৭


ছবি ৮


ছবি ৯


ছবি ১০


ছবি ১১


ছবি ১২

আমি নিশ্চিত আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন, কেমন করে এই রান্না করা হল। আর না বুঝলে এই “রেসিপিঃ শোল মাছ এবং মটর শুঁটি” পোষ্ট দেখুন। সেইম টু সেইম!

এত মজাদার হয়েছিল যে, বলে আপনাদের বুঝাতে পারব না।

6 responses to “রেসিপিঃ শোল এবং পেঁপে রান্না (ছবি ব্লগ, দেখেই বুঝা যায়)

  1. অনেকদিন হলো শোল মাছ খাই না। জ্যান্ত শোল চোখে পড়ে না বলে কেনা হয় না।
    চমৎকার রেসিপি। খেতে ভালো হয়েছে ছবি দেখে বোঝা যাচ্ছে। আর পেঁপে অতি দরকারী সবজি।
    দেখি জ্যান্ত শোল মাছের ব্যবস্থা করা যায় কি না!

    Like

    • হা হা হা… আমি গত দুই মাসে তাজা শোল খেয়েছি ৯ টা (বেশ ভাল সাইজ) এবং বোয়াল ৫ টা! হা হা হা… শোল ৬ টা এবং বোয়াল ৪ টা আখাউড়া থেকে পাওয়া!

      পেঁপে নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব ভাবছি।

      তাজা শোল এখন বেশ ভাল পাওয়া যাচ্ছে যদিও দাম কিছুটা বেশী!

      শুভেচ্ছা বোন।

      Like

  2. পিংব্যাকঃ এক নজরে সব পোষ্ট (https://udrajirannaghor.wordpress.com) | BD GOOD FOOD

  3. apnar rannagulo oshadharon

    Liked by 1 person

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]