কুকুর কিংবা কাজের লোকঃ সাহাদাত উদরাজী


কুকুর কিংবা কাজের লোকঃ সাহাদাত উদরাজী

আয়নায় নিজকে নিয়ে দাঁড়াই, কাপড় ফেলে
খুটিয়ে খুটিয়ে দেখি সারা শরীর!
লোমের শরীর, ত্বকে কালচে দাগ
মনে হয় আমি কুকুর কিংবা কাজের লোক!

রাতে রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে, ক্লান্তিতে
ভাবি আজ আমার সারা দিনের কর্মকান্ড
অভাবে দুপুরে খাওয়া হয়নি, বিকেলে এক কাপ চা শুধু
মনে হয় আমি কুকুর কিংবা কাজের লোক!

গত কয় বছরে আমার বেতন এক কানা কড়িও বাড়ে নাই
অথচ বয়স বাড়া ঠেকাতে আমার প্রয়োজন ভাল খাবার
কাকে বলি, দ্রব্য মূল্যের চাপে আমি দিশেহারা
মনে হয় আমি কুকুর কিংবা কাজের লোক!

মাঝ রাতে স্ত্রীর কাছে ফিরে যাই, ঘুমিয়ে গেলে বাঁচি
নতুবা তিনি জেগে থাকলেই আমার জবাবদীহিতা,
যেন পুরা পৃথিবীর ভুলের নমুনা আমি একাই
মনে পড়ে, আমি কুকুর কিংবা কাজের লোক!

স্বাধীন দেশে এটা কি আমার বাঁচার অধিকার
ক্ষমতাশীনদের চকচকে চোহারা দেখে, ভাষা শুনে
আমি ভাবি বুঝি, ওরা আমার কেহ নয় – সুখ বা দুঃখের
বার বার মনে হয় আমি কুকুর কিংবা কাজের লোক!

কুকুর কিংবা কাজের লোক, দরজায় দাঁড়িয়ে থাকে
কখন তাকে ভিতরে আসতে বলা হবে!
কুকুর কিংবা কাজের লোক, দরজায় দাঁড়িয়ে থাকে
ভাবে, কখন তাকে খেতে দেয়া হবে!

প্রথম প্রকাশঃ চতুর http://tinyurl.com/44bjqsr
(তারিখঃ ৭ অক্টোবর ২০১১, ১২:৫১ অপরাহ্ন)

1 responses to “কুকুর কিংবা কাজের লোকঃ সাহাদাত উদরাজী

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]