গল্প ৭, কাল্পনিক কথোকপন


  • রুম থেকে বের হতে দরজায় শব্দ বেশী হয়, এটা সাধারণ ভদ্রতা।
    ; তোমার কানে সমস্যা আছে!
  • ওয়াস রুমে এত সময় কি করো।
    ; তোমার সব কিছুতেই সমস্যা!

  • রুম থেকে বের হয়ে যেতে লাইট ফ্যান বন্ধ করেও একটু ব্যয় কমাতে পার।
    ; তুমি কথা বেশী বল!

  • রান্নাঘরের লাইট বন্ধ করে বের হতে পার।
    ; খাবারে তেলেপোকা উঠে!

  • রাত ১২টার মধ্যেই সব ঘুছিয়ে ঘুমাতে যেতে পার।
    ; আমাকে সোফায় বসে থাকতে দেখলেই তোমার সমস্যা হয়।

  • ছেলেদের রাত এগারটার আগেই খাইয়ে নিতে পার।
    ; ছেলেদের পেট ভরা, খাবে না!

  • গত কয়েক মাস বলা চলে জমানো টাকা ভেঙ্গে সংসার চালাচ্ছি, ইঙ্কাম নেই।
    ; বেশি চিন্তা করো না!

  • করোনা ভাইরাসের কারনে ভিসা/ফ্লাইট গুলো ক্যান্সেল হলে প্রায় ইনভেষ্ট করা ৭ লক্ষ টাকা হারাবো।
    ; আরে দুর, কিছু হবে না!

  • দেশে করোনা ভাইরাসের প্রভাব হলে কি হবে চিন্তায় মাথা ঘুরে।
    ; তোমার যত সব ফালতু চিন্তা!

  • তোমার চাওয়ার আগেই তোমাকে অনেক টাকা দিয়েছি, সেখান থেকে খরচ করো।
    ; আমি টাকা চাইলেই তোমার নাই নাই!

  • রাতে একটু সময় দিয়ো।
    ; সময়মত তো কখনোই আস না!

  • টিভি খুললেই হিন্দি সিরিয়াল নিয়ে বসো, হিন্দি ভাষা কানে গরম তরল সীসার মত লাগে।
    ; তোমার সাথে কখনোই টিভি দেখা যায় না!

  • সাউন্ড কমাও।
    ; তোমরা যখন আনবক্স থেরাপি আপডেট দেখো, আমি কিছু বলি না!

  • বৃহস্প্রতিবার গ্রামের বাড়ী যাব।
    ; বাসায় বাজার নেই, বাজার করে ও হাত খরচ দিয়ে যেখানে খুশি যাও!

  • সব সময় রেগে থাক এবং কটু কথা বল।
    ; আমি বলে তোমার সংসার করছি!

  • রাত ১২টার পর একটু ব্লগ লিখবো, সব জলদি ঘুছিয়ে যেও।
    ; কি বালছাল লিখো!

  • একদম দম বন্ধ অবস্থা, সংসার আর ভাল লাগে না।
    ; অন্তত ৫০ লক্ষ টাকা ক্যাশ, ঢাকায় নিশ্চিত থাকার জন্য একটা ফ্লাট দিয়ে তুমি যেখানে ইচ্ছা চলে যেতে পার!

  • কথা গুলো আমি আমার কোন লেখায় তুলে দিব।
    ; মানুষের সামনে আমাকে হেয় করাতেই তোমার আনন্দ!

  • আজ কি রান্না করছো।
    ; ছেলেদের জন্য ফার্মের মুরগী বিরিয়ানি। তোমার জন্য সাদা ভাত, রুইমাছ ভাঁজা, টমেটো চাটনী!

(গল্প সিরিজের সপ্তম প্রকাশনাঃ গল্প ও রান্না, ০৪/০৩/২০২০ইং)

ফেবু লিঙ্কঃ “https://www.facebook.com/udraji/posts/10214241576988287

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]