কিভাবে আপনার শত শত ছবিতে এক সাথে ওয়াটার মার্ক দেবেন


(অনেকে এটা জানতে পারেন, তবুও জানিয়ে গেলাম, কারন অনেকের কাজে লাগতে পারে, যারা বেশী ছবি তুলেন এবং নানান সাইটে প্রকাশ করেন, তাদের জন্যই)

এই মাত্র একটা চরম জিনিষ শিখলাম। একসাথে কয়েক শত বা কোটি ছবিতে একই স্থানে মার্ক/ওয়াটার মার্ক (নাম সহ যাবতীয় কিছু লিখে) দিয়ে দেয়া এখন কত সোজা কাজ! ধন্যবাদ আসিফ ভাই, আপনার জন্য শুভেচ্ছা। আমি এমন একটা সফটওয়্যার খুঁজছিলাম অনেক দিন ধরেই। যাই হোক, বন্ধুরা, আপনারাও লিঙ্ক থেকে এই সুন্দর এবং সহজ সফটওয়্যার টা নামিয়ে নিতে পারেন। কাজ দেবে, আপনার মুল ছবি থেকে যাবে শুধু অন্য স্থানে (ডাইরেক্টরিতে) বসে যাবে ওয়াটার মার্ক!

নিন্মের লিঙ্কে ক্লিক করে ডাউন লোড করে নিন, দারুন কাজের সফটওয়্যার।
http://sourceforge.net/projects/jaco-watermark/?source=typ_redirect


যারা বেশি ছবি তোলেন তাদের জন্য এটা চরম একটা জিনিষ। অপারেশন খুব সোজা, অনেকটা গ্লাস থেকে পানি পানের মত! হা হা হা।


ছবির যেখানে ইচ্ছা, মার্ক দিন, ফন্টতো আছেই!

P1270251
তবে এই সফটওয়্যার ইন্সটল করার আগে জাভা ইন্সটল করে নিবেন। আর না পারলে, আমি তো আছিই! ০১৯১১৩৮০৭২৮

সবাইকে ধন্যবাদ।

কৃতজ্ঞতাঃ আসিফ ভাই, চট্রগ্রাম। (যিনি এই সফটওয়্যার এর খোঁজ দিয়েছেন)
Asif (https://www.facebook.com/asif.knight)

  • আমি রেসিপি লিখি বলে প্রচুর ছবি তুলি, এই সফটওয়্যার পেয়ে আমার ভাল লেগেছে যে, এখন খুব সহজে ছবিতে মার্ক করে দিতে পারবো, সময় বাঁচবে। দুনিয়াতে কত মানুষ কত কিছু ফ্রি দিয়ে দিয়ে দিচ্ছে, এই সফটওয়্যার ও ফ্রি! এই সফটওয়্যার এ কাজ করতে গিয়ে কাগু জাব্বারের কথা মনে হল! হায় রে কাগু! 😛

** আমি মনে করি এই সফটওয়্যার এত সোজা যে, এর টেকনিক্যাল বর্ননা দেয়ার প্রয়োজন নেই!

1 responses to “কিভাবে আপনার শত শত ছবিতে এক সাথে ওয়াটার মার্ক দেবেন

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]