কাপুরুষঃ সাহাদাত উদরাজী


কাপুরুষঃ সাহাদাত উদরাজী

দেখো, একদিন আমি লিখে ফেলবোই সেই অমর কবিতা!
কি করে তোমার বেড়াজ্বালে বন্ধি হয়ে আমি আমার জীবনের সব উচ্ছ্বাস হারিয়েছি!
কি করে আমি লেখক কিংবা সাধারন জীবনের ইতি টেনেছি!
কি করে আমি জীবনের সরল পথ হারিয়ে অন্ধকারে প্রবেশ করেছি!

দেখো, একদিন আমি বলেই ফেলবো!
তোমাকে ভাল রাখতে গিয়ে, কি করে আমি আমাকে গুটিয়ে নিয়েছি!
কি করে আমি নিজকে আমার সমাজের বাইরে টেনে ফেলেছি!
কি করে আমি ভুলে গিয়েছি আমার অতীত কিংবা শিশুকাল!

দেখো, আমি একদিন চিৎকার করে বলবোই!
কেন আমি আর মধ্য রাতের চাঁদের আলোয় আলোকিত হতে পারি না!
কেন শেষ রাতের শিয়াল গুলো জ্বলজ্বল চোখে আমাকে অবজ্ঞা করে যায়!
কেন আমার প্রিয় নীল আকাশ দূরে আরো!

দেখো, আমি একদিন জেগে উঠবোই!
বলবো কেন অর্থের প্রয়োজনে আমি এতটা বিভোর হয়েছি!
যদিও তোমাকে দেখলে আত্মহত্যার স্বাদ জেগে উঠে!
কিংবা কি করে আমি আমার যৌবন হারিয়েছি!

দেখো, একদিন আমি প্রকাশ করেই দেবো!
ক্যাল্কুলেটরে ‘কমা’ খোঁজার কাহিনী!
বাস্তব জ্ঞানহীন ব্যক্তির সর্বোচ সার্টিফিকেট অর্জন!
কিংবা গৃহপালিত মুরগী ব্যবস্থাপনা!

একদিন আমি লিখে ফেলবোই আমার সেই অমর কবিতা!
তুমি বেঁচে থাকতেই হয়ত!
জানি, কেহ হয়ত পড়বে না, সেই কবিতা! তাতে কি!
ইতিহাস সাক্ষ্য দেবে, কে সত্য ছিলাম, কেন ভাল বেসেছিলাম!

প্রথম প্রকাশঃ ১১ আগষ্ট ২০১৭ইং

https://www.amrabondhu.com/udraji/8185