রেসিপি খোঁজার উপায়


অনেক অনেক রেসিপি থেকে আপনার এই মুহুর্ত্তে মনে পড়া রেসিপি খুঁজে বের করা মোটেই কঠিন কাজ নয়! আপনি অনেকভাবেই খুব কম সময়ে আপনার পছন্দের রেসিপি বের করতে পারেন। ব্যবস্থা ১, ব্যবস্থা ২ কিংবা ব্যবস্থা ৩ ব্যবহার করে খুব সহজে আপনার রেসিপি খোঁজা যেতে পারে।

ব্যবস্থা ১

সাইটের বাম পাশে লেখক পরিচিতির নিচে ‘খোঁজ করুন’এ গিয়ে আপনার পছন্দের খাবারের নাম কিংবা কোন সূত্র/শব্দ ‘বাংলা’ বা ‘English’ এ লিখুন। যেমনঃ ‘পাতলা ডাল’ বা ‘Patla dal’ এর মত করে লিখতে পারেন। বাংলা না লিখতে পারলে বাংলা শব্দটি ইংরেজি উচ্চারণে ইংরেজিতে লিখুন।

সাইট প্রথমেই হেড লাইন/ ট্যাগ/ বিষয় বস্তু খুঁজে আপনার সামনে নুতন পৃষ্ঠা নিয়ে আসবে, যার প্রতিটা পোষ্টেই আপনার লিখিত শব্দটা থাকবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনি ইলিশ মাছের রান্না দেখতে চান। তা হলে আপনাকে এমন দেখাবে (ট্যাগ গুলো আরো ঠিক করছি)

যদি আপনি লিখেন ‘ইলিশ’

যদি আপনি লিখেন ‘Ilish’

ব্যবস্থা ২

ব্লগের ডান পাশে ‘ক্যাটাগরি’ (নিন্মে নমুনা ছবি দেখুন) তে গিয়ে আপনার পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করুন।

ব্যবস্থা ৩

আপনি ‘এক নজরে সব পোষ্ট’ এই পেজে গিয়ে এক সাথে সব রেসিপি পেয়ে যেতে পারেন।

আশা করি আপনার পছন্দের রেসিপি পেয়ে যাবেন। সবাইকে শুভেচ্ছা।

17 responses to “রেসিপি খোঁজার উপায়

  1. উদরাজী ভাইয়া, আপনি তো ফাটাফাটি করছেন! আপনার ব্লগটির অপশনগুলো আসলেই খুব সুন্দর হচ্ছে। এটা আমি কি নকল করবো?

    Liked by 1 person

    • অফকোর্স, হোয়াই নট! আপনার জন্য সব ফ্রি!
      নিয়াজ ভাই, আমি আসলে চেষ্টা করে যাচ্ছি। এখনো অনেক কিছু বাকী।

      সামনে আমি ভাবছি অন্য সব রেসিপি প্রিয় ব্লগারদের এখানে লিখার সুযোগ দিয়ে দিব। যারা মনের আনন্দে তাদের রেসিপি পোষ্ট দিতে পারবেন।

      আপনার ব্লগও বেশ ফাটাফাটি… আশাকরি আরো চমৎকার হয়ে উঠবে।

      Like

  2. ভালই লাগল খুব মজা হয়েছে। শিখে ফেলব নাকী।দই বানাইতে চাই,শিখাবেন্ ।

    Liked by 1 person

  3. এতো সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিঅনেক অনেক ধন্যবাদ আপনাকে ।। রান্না করা আমার শখ কিন্তু সময়ের অভাব ।।।

    Liked by 1 person

  4. tok doi banano shikte bchai

    Liked by 1 person

    • ধন্যবাদ ব্রাদার।
      আপনার এই কমেন্ট খাতায় লিখে রাখলাম। তবে আমরা বাসা বাড়ীতে যে টক দই এর কথা বলি তা বাজার থেকে কিনে আনি, নতুবা ঘরে বানিয়ে নেই। দুধে সামান্য ভিনেগার দিয়ে আমরা অনেক সময়ে টক দই এর কাজ চালিয়ে নেই।
      যাই হোক, তবুও আপেক্ষা করুন, দেখিয়ে দেব।
      শুভেচ্ছা।

      Like

  5. উদরাজী ভাইয়া ! আমি কি আপনার এই পেজ এর রেসিপি গুলা কি বাণিজ্যিক ভাবে ব্যাবহার করতে পারি?

    Like

  6. সাইটটা আমার ভালোই কাজে লাগে।

    Like

  7. হাই আপু আপনি যদি বলেন আপনি কি ভাবে রান্নাকরেন

    Liked by 1 person

  8. হাই আপু আপনি যদি বলেন আপনি কি ভাবে রান্নাকরেন

    Liked by 1 person

  9. হাই আপু আপনি যদি বলেন আপনি কি ভাবে রান্নাকরেন

    Liked by 1 person

  10. হাই আপু আপনি যদি বলেন আপনি কি ভাবে রান্নাকরেন

    Liked by 1 person

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]