স্মৃতিভ্রমঃ সাহাদাত উদরাজী


জানো মানুষ,
আমার দুই পকেট ভর্তি টাকা, ব্যাগেও অনেক আছে,
তবুও আমি ঘরে ফিরতে পারছি না।
কোথায় যেন কি একটা কিছু আমার মাথায় হয়েছে,
সবই বুঝতে পারছি শুধু আমার বাসার ঠিকানা মনে করতে পারছি না!

দুনিয়ার এত সব তথ্য উত্তাপ মনে পড়ছে,
কত স্মৃতি কত কথা,
শুধু বাসার ঠিকানাই মনে হচ্ছে না
এতটুকূও মনে পড়ছে, আমাদের বিল্ডিংটা বেশ বড় এবং সাদা
বড় রাস্তা পেরিয়ে ছোট গলি ধরে যেতে হয় এবং
এই বড় বিল্ডিং এর পরেই আর তেমন একটা বাড়ীঘর নেই, ফাঁকা!

দুপুরের খাবার খেয়ে পড়ন্ত বেলায় আমি বের হয়েছিলাম,
সন্ধ্যার আগেই ফিরে যাবার কথা ছিলো,
অথচ সুর্য্য ডোবার সময় হয়ে এল, গোধুলি এসে যাচ্ছে,
আমি বাসায় ফিরতে পারছি না!

হেঁটে এসে একটা তেমনি বিল্ডিং দেখে প্রবেশ করলাম,
না, এটা তো আমার বাসা নয়, আমি যে বিল্ডিংটায় থাকি
তার মত মনে হলেও এটা আরো নুতন, বাইরে রঙ শেষ হলেও
ভেতরটা ফাঁকা, এখনো পুরো কাজ শেষ হয়নি কিংবা
হয়ত কয়েক ফ্লাটে পরিবার উঠেছে, যাদের অনেক তাড়া ছিলো!
আমি পকেটের টাকা, ব্যাগের টাকা দেখলাম,
দামী ঘড়ি মোবাইল দেখলাম, সবই সাথে আছে,
অথচ আমার কি হল, আমি শুধু আমাদের বিল্ডিংটাই চিনতে পারছি না!

কাউকে জিজ্ঞেসও করতে পারছি না,
আমি যে আমার বাড়ীর হোন্ডিং নংটা কিছুতেই মনে করতে পারছি না।
এমন সাদা সাদা গ্লামারার্স আট তলার বিল্ডিং, কালো লোহার গেইট,
এই এলাকাতে অনেক প্রচুর, সবাই দেশের উদীয়মান অনেক টাকাওয়ালা,
আমিও এদের সাথে নাম লিখিয়েছিলাম, কলে কৌশলে!

অর্থ উপার্জনে আমি এমন কোন কার্পন্য করি নাই,
এমন কোন খাত বাকী রাখি নাই,
ঘুষ, কমিশন, সুদ্, ভেজাল, লটারী, ক্যাসিনো সবতেই আমি বাজী ধরেছি,
টাকায় টাকা এনেছি, টাকার পাহাড় হয়েছে বটে!
অথচ আমার কিবা বয়েস, এখনতো মাত্র পঞ্চাশ পেরিয়েছে,
এখনো কত উপভোগ, কত কি দেখার বাকী!

আমি খুব ভয় পাচ্ছি, রাত এসে যাচ্ছে,
আবার এও ভাবছি যে, আমাকে ভয় পেলে চলবে না,
সাথের সব টাকা কড়ি নিয়ে আমাকে বাসায় ফিরতেই হবে,
অথচ আমি কিছুতেই আমার বাড়ির গলিও চিনতে পারছি না।

এমনও কি মানুষের জীবনে হয়, কোটি টাকা থাকতেও,
জ্ঞানের ভান্ডার হতে হয়েও কি, সব কিছু মনে করতে পেরেও কি,
শুধু মানুষ নিজের বাসার ঠিকানা ভুলে যায়, নিজ লোকেশন ম্যাপ হারিয়ে যায়!
সত্য এই অবাক করা ঘটনা,
অথচ এই ঘটনার সাক্ষী আমি নিজেই!

(মালিবাগ বাগানবাড়ী, ২৩ জুন, ২০২০ইং)

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]