গ্যালারি

খাবার দাবারের ছবি ও জীবনের কিছু কথামালা (বানিজ্য মেলা, ২৯শে জানুয়ারী ২০২৪ইং)


প্লান প্রোগ্রাম ছাড়া চার বন্ধু গতকাল বানিজ্য মেলায় গিয়েছিলাম, প্রচুর মানুষের ভীড়, এত দূরে তবুও মানুষের অভাব নেই! মুলত মানুষের সময় কাটানোর তেমন জায়গা নেই বলেই হয়ত! সাধারন, তেমন উল্লেখ করার কিছু নেই!

যাই হোক, আমরা ঘুরে সময় কাটিয়েছিলাম, কিন্তু কোন কিছু কেনা হয় নাই বা প্রয়োজন পড়ে নাই! তবে ভিতরে খাবার দাবারের মনে হয় কয়েকশ ব্যবস্থা ছিলো। আমরা প্যাভেলিয়নের ভেতরেই বিশাল রেষ্টুরেন্টে বসেছিলাম, ওদের খাবারের মান তেমন ছিলো না, আবার নাম লাগিয়েছিল, পুরান ঢাকার হাজী বিরিয়ানী ও তেহারী ঘর!

সালাত।
বিরিয়ানী! ৩ জনের পছন্দ ছিলো বিরিয়ানী, আমার ভাল লাগে নাই ফলে আমি নান ও চিকেন ফ্রাই নিয়েছিলাম।
চিকেন ফ্রাই।
নান।
গলায় আটকে মরার দশা হয়েছিল।
খাবারের পরে ঘুরাঘুরি!
শেষে চারজনের একটা গ্রুপ ছবি, এটাই স্মৃতি হয়ে থাকবে!
হাটতে চলতে ফিরতে একটা ভিডিও করেছি, ইচ্ছা হলে দেখতে পারেন, পুরা ধারনা হয়ে যাবে।

সবাই ভাল থাকবেন, ভালবাসা সবার জন্য।

1 responses to “খাবার দাবারের ছবি ও জীবনের কিছু কথামালা (বানিজ্য মেলা, ২৯শে জানুয়ারী ২০২৪ইং)

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]