পরমিতা: সাহাদাত উদরাজী


পরমিতা, দেখো বেঁচে আছি,

সেই অনেক বছর অনেকদিন আগে, ছেড়ে যাবার সময়ে

তু্মি বলেছিলে, আমাকে দিয়ে কিছু হবে না,

আমি পারবো না!

পরমিতা, আমি পেরেছি!

অন্তত বেঁচে থাকা শিখে গেছি

একা একা মহা একা

এখন আমি বেঁচে থাকতে পারি,

আমি কত কি শিখে গেছি,

রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া,

হ্যাঁ, আমি পারি, আমি শিখে গেছি!

পরমিতা, জানো, এখন কোন কাজ করতে

তোমাকে খুব মনে পড়ে,

মনে পড়ে, কেন সেইদিন তুমিও বুঝতে চাও নি, আমিও!

অথচ সব কিছু কত না হাতের কাছে ছিলো!

শুধু আমরা কেহ অলসতা ভঙ্গ করিনি,

আমরা কেহ সামান্য ধৈর্য ধরিনি!

একদিন সব হবে, আমরা কেহ বুঝিনি!

পরমিতা, এখন কি করছো,

কোথায় কোন পালঙ্কে শুয়ে আছো,

এখন কি তোমাকে কোন কাজ করতে হয় না,

নাকি সব রেডি হয়ে টেবিলে আসে!

আমার খুব জানতে ইচ্ছা হয়,

নাকি এখন তুমিও সব শিখে গেছো,

নিজেই নিজের কাজ করো!

পরমিতা, সময় পেলে একদিন এসো,

কিভাবে দিন কাটাই!

দেখো, আমি কিভাবে বাঁচি,

কিভাবে বেঁচে থাকা শিখে গেছি!

(১লা ফ্রেবুয়ারী ২০২২, মালিবাগ)

1 responses to “পরমিতা: সাহাদাত উদরাজী

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]