গ্যালারি

কিছু ইংরেজী শব্দ না জানলে পোলাপাইনের কাছে ধরা খাবেন, বিদেশে গেলে কাজে লাগবে, জেনে নিন!


কিছু বাংলার ইংরেজী শব্দ না জানলে পোলাপাইনের কাছে ধরা খাবেন এবং বিদেশ গেলে এই শব্দ গুলো আপনার প্রয়োজন লাগবেই। আমাদের প্রতিনিয়ত দরকারী জিনিষ। আজকালকার ছোট সোনামনিরা আপনাকে এই সবের ইংরেজী জিজ্ঞেস করতেই পারে। চলুন দেখে ফেলি!

(কোথায়ও কপি পোষ্ট করতে এই বন্ধুর নামটা মনে রাখবেন)

গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)

পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)

ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)

(চলবে)

ছবি দেখতে চাইলে এই “শাক সবজি তরু তরকারী চিনুন” পোষ্টে ক্লিক করতে পারেন। আর এই বিষয়ে ফেবুতে আলোচনা আছে, এই লিঙ্কে। স্যামহোয়ার ইন ব্লগে এই পোষ্ট প্রথম প্রকাশিত হয়েছে।

28 responses to “কিছু ইংরেজী শব্দ না জানলে পোলাপাইনের কাছে ধরা খাবেন, বিদেশে গেলে কাজে লাগবে, জেনে নিন!

  1. vaijan, word recipe khub valo laglo…. aro word recipe cai…

    Liked by 1 person

  2. Khub valo asi….Khub valo… Ar apnar recipe with Golpo , valo rahkar ekta niamok.

    Like

  3. রান্নার ব্লগে রান্নার উপকরণের ইংরেজি প্রতিশব্দ !
    ভালো লাগলো ভাই সাহাদাত।
    শুভেচ্ছা সতত।

    Liked by 1 person

    • ধন্যবাদ সুখেন্দু ভাই।
      আজ সকালে আমার বড় ছেলে আমাকে কয়েকটা শব্দের ইংরেজী ধরলো, আমি সব গুলো পারি নাই। পরে বসে বসে মোটামুটি দরকারী বা আমাদের প্রতিনিয়ত যা লাগে তার ইংরেজী গুলো বের করে নিলাম। হ্যাঁ, আশা করি কাজে লাগবে সবার।
      শুভেচ্ছা।

      Like

  4. লল,আমাদের আসলেই এই ইংরেজি শব্দগুলো জানা দরকার কিন্তু এগুলার লিটারেল ইংরেজী আর ব্যবহারিক ইংরেজী এক না,নিয়মিত ইংরেজী রেসিপিগুলোতে চোখ রাখলেই সহজে মনে রাখা যায়

    শুভেচ্ছা

    Like

  5. Udraji, I think লম্বা বেগুন (Brinjal).What you think about this? Nizu

    Liked by 1 person

  6. বেগুন aubergine নামে পরিচিত। এগ প্লেন্ট কিতাবি বেগুন।

    Like

  7. actually ‘aubergine’ is more used in UK. In North America it’s ‘Egg plant’ – for all kinds – chinese egg plant – lomba begun, egg plant – gol boro begun. Also there are other items named differently in NA e.g. ‘dherosh’ is called ‘okra’, ladies finger in unknown. Similarly Lau/Kodu is called’ OPO Squash’, korolla is called – bitter melon and so on. Just to let the readers know that English is getting modified in other parts of the world…Thanks

    Liked by 1 person

  8. অনেক ধন্যবাদ। কিন্তু আপনার পেজটা আর পাওয়া যায় না কেন?

    Liked by 1 person

  9. ভালো লাগলো ধন্যবাদ

    Liked by 1 person

  10. হাঁসের মাংস ইংরেজি কি

    Liked by 1 person

  11. ইংরেজি বাক্যে Check 22 শব্দটি কিভাবে ব্যবহার করব? উদাহরণ সহ বুঝিয়ে দিলে খুব উপকৃত হতাম।

    Like

  12. অনেকের উপকারে আসবে । আপনাকে ধন্যবদা ।

    Liked by 1 person

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]