গ্যালারি

বিয়ে শাদীর খাবার দাবার ও অন্য কিছু – ১৮


বহুদিন পরে বিয়ের দাওয়াতে গেলাম পরিবার পরিজন নিয়ে। এর মধ্যে কয়েকটা দাওয়াত পেয়েছি কিন্তু যেতে মন চায় নাই, যাই নাই! এই দাওয়াত এড়ানোর উপায় ছিলো না! আর ভাবছিলাম, পরিবার ছেলেদের নিয়ে সময় কাটানো যাবে, শুক্রবার দুপুরের দাওয়াত ছিলো, শুক্রবার দুপুরের দাওয়াত আমার কাছে ভাল লাগে না, কারন নামাজ পড়ে ঘরে আস্তেই বেলা ২/৩০ মিনিট হয়ে যায়, এর পরে রাওয়ানা দিয়ে জায়গামত পৌঁছাতে অনেক সময় পার হয়ে যায়, ততক্ষনে বিকেল! হা হা হা, যাই হোক, তবুও বিবাহ চলুক। বিবাহ না থাকলে সমাজের বিশৃখলা বাড়বে, মানুষ আইনের মধ্যে থেকে এগিয়ে যাক! আমাদের সামাজিক অনুষ্ঠানের মধ্যে আর তেমন মিলনমেলার আয়োজন নেই, প্রায় সব বাদ গেছে, বিবাহের অনুষ্ঠান এখনো আছে, থাকুক! আত্মীয় স্বজনে দেখা সাক্ষাত জরুরী, সামান্য দয়া মায়া হলেও অন্তরে আসে! চলুন এই বিয়ের খাবার দাবারের ছবি দেখি। আগেই বলে রাখি, খাবার ভাল লেগেছে।

অনেক মানুষের এই একটা সামাজিক মিলন মেলা। এমন দেখতে ভাল লাগে।
সালাত।
চাটনি!
রোষ্ট।
রেজালা, গরুর গোশতের।
কাচ্চি বিরিয়ানী।
আমার প্লেট!
ফিন্নি ও পান সুপারী।
বিবাহ খাবার শেষে সামনে আমরা একটা গ্রুপ ছবি তুলেছিলাম, দেখিয়ে দিলাম, দুই ছেলে ও পরিবার! দোয়াতে ইয়াদ রাখবেন আমাদের।

সবাইকে শুভেচ্ছা, আপনারাও ভাল থাকবেন।

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]