গ্যালারি

খাবার দাবারের ছবি ও জীবনের কিছু কথামালা (ইফতার, ২৫শে মার্চ ২০২৪ইং)


ইফতারের ছবি তেমন তুলছি না, তবে দুই একদিনের তুলেছি, গত ২৫শে মার্চ আমাদের পরিচিত কয়েক জনের দাওয়াত ছিলো বাসায়, ফলে বেশ কয়েক পদের রান্না হয়েছিল, ছবি তুলে রেখেছিলাম, আজ তা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা সাধারণত ইফতার করি সাদামাটা, যে কোন এক কিসিমের, এই ধরে পরোটা আর সাথে কোন তরকারী বা তেহারী বা বিরিয়ানী, খুব একটা ভাঁজা বোরা হয় না, আবার হয় না বললেও ভুল হবে, হয়। এভাবেই চলে। চলুন ছবি গুলো ধারাবাহিক ভাবে দেখি।

ঠান্ডা শরবত বেশ লাগে।
খেজুর।
জিলাপি
পেয়াজু
শসা
মিষ্টি।
মুরগী রান্না
মুগ ডাল দিয়ে মুরগীর পাখা
পরোটা
ছোলার পোলাউ।
মুড়ি সহ আরো কিছু আইটেম ছিলো।

সবাইকে শুভেচ্ছা, আপনারাও আনন্দে থাকুন, আপনাদের দিন কাটুক আনন্দে ও ভালবাসায়!

রান্না কৃতজ্ঞতাঃ মানসুরা হোসেন

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]