পত্রিকায়


ব্লগে নানান বিষয় লিখে আপনাদের অনেকের অনেক অনেক ভালবাসা পেয়েছি, যা আমাকে সন্মানিত করছে এবং আমার চলার পথকে সুন্দর করেছে। আমাকে না জেনে, না দেখে অনেকেই ভাই/বন্ধু বলে ডেকেছেন, এর চেয়ে আর এই ক্ষুদ্র জীবনে কি পাওয়ার হতে পারে।

রেসিপি লিখে একটা ভালবাসা ও সন্মান এই কোপালে মাঝে মাঝে জুটে যায়। এটা আমার ছোট জীবনে একটা আলাদা কিছু বলে আমি মনে করি। নেটে প্রচুর রেসিপি লিখার কারনে মাঝে মাঝে নিউজ পেপার বা অনলাইন নিউজ সাইট গুলো থেকেও মাঝে মাঝে ফোন পাই এবং আমার রেসিপির ছবি কিংবা নুতন রেসিপি লেখার আমন্ত্রন পাই। এতদিন এই ব্যাপার গুলো ঘটলেও কোন খবর রাখতে পারি নাই। এই পেইজে সেই সব লিঙ্ক বা সন্মানের কথা গুলো লিখে রাখব বলে ভাবছি।

১।

শব্দনীড়ে লাইভ ব্লগীয় আড্ডা আমার কাছে একটা বিশেষ পাওয়া। আমি শব্দনীড়ে একটা সিরিজ টাইপ লেখা লিখে থাকি এবং এই সিরিজ লেখাটা বেশ জনপ্রিয়। শব্দনীড়ে আমাকে এই সন্মান দেয়ার জন্য এবং লাইভ আড্ডায় জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমিন আহম্মদ ভাই।

২।
‘প্রিয়’ নামের একটা বাংলাদেশী সাইট আমার বেশ কিছু রেসিপি তাদের ফুড সেকশনে নিয়েছেন। শুনেছি তারা সারা দেশ থেকে প্রায় এক হাজার রেসিপি জড় করবে এবং আমরা যারা রেসিপি লিখি তাদের জড় করে একদিন দাওয়াত দিয়ে খাওয়াবে! আমি সেই দাওয়াতের অপেক্ষায় আছি।

প্রিয় ডট কমের পাতায় আমার রেসিপি দেখুন

৩।
ঢাকা টাইমস ২৪ এর পাতায় আমার রেসিপি। কৃতজ্ঞতাঃ মিল্লাত হোসেন

প্রথম লিঙ্ক এখানে দেখুন
দ্বিতীয় লিঙ্ক এখানে দেখুন
দ্বিতীয় লিঙ্ক এখানে দেখুন

৪।
বাংলামেইল২৪.কমের পাতায় আমার রেসিপি। কৃতজ্ঞতাঃ কাজল কেয়া


লিঙ্কঃ খাসির মগজ ভুনা ও পুঁইশাকের বড়া, লাইফস্টাইল ডেস্ক, বাংলামেইল২৪ডটকম

৫।
বাংলাদেশ প্রতিদিনে আমাদের রেসিপি। কৃতজ্ঞতাঃ রাশিদা আফরোজ

এখানে লিঙ্ক দেখে আসতে পারেন। ছোলা ভাজি, আম দুধের শরবত

৬।
আমাদের রেসিপি সমূহের পিডিএফ ফাইল। কৃতজ্ঞতাঃ সীমান্ত ঈগল

এখানে লিঙ্ক দেখে আসতে পারেন। পিডিএফ ফাইল সমূহ

৭।
আমাদের রেসিপি এখন রুপকেয়ার ডট কমে দেখা যাচ্ছে। কৃতজ্ঞতাঃ ব্রাদার খান

এখানে লিঙ্ক দেখে আসতে পারেন। চাইনিজ মিক্সড ভেজিটেবল , সুস্বাদু ছোলার পোলাউ,

৮।
কাজীর হাটে

৯।
দিনাজপুর নিউজে (কৃতজ্ঞতাঃ জয় ভাই)

১০।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রিন্টেড ভার্সানে প্রকাশিত রেসিপি। কৃতজ্ঞতাঃ রাশিদা আফরোজ

ফেবু লিঙ্কঃ কাগজের পাতায় নিজের নাম ছাপা দেখতে কার না ভাল লাগে!

১১।
The Report অনলাইন পত্রিকায়, ঈদের রেসিপি হিসাবে প্রাকশিত।

http://www.thereport24.com/article/61956/index.html#sthash.hQ1EgBgy.dpuf

১২।

দৈনিক প্রতিদিনে

১৩। নিজের প্রচারের জন্য কখনো অন্যের দুয়ারে যাই না বা কাউকে বলিও না! রান্না আমার ভালবাসা এবং রান্নার ব্লগ চালাই মানুষের ভালবাসা পেতেই, মানুষের সামান্য উপকার করতেই! আমার পেশা ভিন্ন, মনের ভালবাসা রান্না। দুনিয়ার অনেক কোনা থেকে সেই ভালবাসা পেলে আনন্দিত হই! অনেক বন্ধুরা সেটা আবার ভিন্ন করে প্রচার করেন, এতে আরো একটা আলাদা আনন্দ পাই, আমার কোন আপত্তি থাকে না। ধন্যবাদ Taeb Millat Hossain ভাই, চমৎকার কাজ।

আপডেট চলবে……।

4 responses to “পত্রিকায়

  1. we are looking more sucess for your great effort.

    Like

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]