গ্যালারি

খাবার দাবারের ছবি ও জীবনের কিছু কথামালা (শুক্রবার, ২০শে জানুয়ারী ২০২৩ইং, সাধারন দুপুরের খাবার)


গতকাল শুক্রবার ছুটির দিনে আমাদের দুপুরের খাবার সাধারন হলেও বেশ মজাদার হয়েছিল, ছবি গুলো তুলে রেখেছিলাম, ছবি গুলো বড় করে দেখে বেশ ভাল লাগছিলো, ফলে আপনাদের জন্য পেশ করলাম। খাবার ছবি যারা দেখে আনন্দ পান তাদের জন্য! চলুন, ছবি দেখি, আশা করছি ভাল লাগবে।

চুলায় সাদা ভাত!

কক্সবাজারের বালাচাও দিয়ে ভর্তা।

চিংড়ি বালাচাও এর ছবিটা বড় করে দিলাম। ফেবু লিঙ্কঃ কক্সবাজারের চিংড়ি বালাচাউ এর ভর্তা!😁 (এমন ঝাল দিচ্ছেন যে দাদার নাম আর মনে করতে পারছি না!)

টমেটো চাটনি, শোল মাছের লেজ দিয়ে!

শোল মাছের ভুনা।

মুরগীর মাংস রান্না।

যথারীতি আমার প্লেট।

সবাইকে শুভেচ্ছা, আপনাদের জীবন সুন্দর ও আনন্দে কাটুক।

রান্না কৃতজ্ঞতাঃ মানসুরা হোসেন

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]