গ্যালারি

বিয়ে শাদীর খাবার দাবার ও অন্য কিছু – ১৯


্দিনি ও সন্দ্বীপনের বিবাহ মুলত কলকাতাতে হয়েছে, এখানে ঢাকায় একটা অনুষ্ঠান করা হয়েছে, সেই অনুষ্টানে আমরা সবাই হাজির ছিলাম। খাবার দাবারের পরে হালকা গানের অনুষ্ঠান ছিলো। যারা দাওয়াতে এসেছে তাদের অনেকে শখিন ভাবে গাইতে পেরেছে। আমি অফিস থেকে গিয়েছিলাম, এদিকে মোবাইলে ব্যাটারী শেষ বা সেখানে ছবি তুলবো, এটা মাথায় থাকলেও চার্জ দিতে পারি নাই, ফলে সামান্য কিছু ছবি তুলেছিলাম। আর আমার টার্গেট তো খাবারের ছবি। হা হা হা… চলুন খাবারের ছবি দেখি। বিবাহ শাদীতে খাবার আসল কথা কারন এমন খাবার ঘরে তো রান্না হয় না! হা হা হা

খাবারের প্লেট গুলো এভাবেই রাখা হয়!
আগেই টেবিল সাজিয়ে রাখা হয়।
সালাত, শসা, লেবু, গাজর, কাঁচা মরিচ।
রোষ্ট।
খাসির রেজালা।
পোলাউ।
বেরহানী।
ফিরনী।

এর পরে আর ছবি তোলা হয় নাই কারন মোবাইলে ব্যাটারীর চার্জ ছিলো না, তবে এর আগে আমাদেরও কিছু ছবি তোলা হয়েছিল।

বিবাহ অনুষ্ঠানে আমাদের ছবি।
যতদুর পারা গিয়েছিলো।

সবাইকে শুভেচ্ছা, সবাই ভাল থাকুন।

2 responses to “বিয়ে শাদীর খাবার দাবার ও অন্য কিছু – ১৯

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]