গত কয়েকদিন আগে রাতের খাবারের জন্য ক্যাফে এন্ড কফি (Cafe n’ Coffee)তে গিয়েছিলাম! এই ক্যাফে এন্ড কফি (Cafe n’ Coffee) আমাদের বাসায় এক কিলো মিটারের মধ্যে হলেও নানান কারনে যেতে পারছিলাম না! হা হা হা, এই দুনিয়াতে কিছু কাজ আছে যা লেটেই হয়! আমি নিজে একা যেতে চাইলে অনেক আগেই যেতে পারতাম, পরিবারের সবাইকে নিয়ে যেতে চাই বলে দেরী হল!
যাই হোক, এই ক্যাফে এন্ড কফি (Cafe n’ Coffee) নিয়ে কিছু বলার নেই! আপনারা যারা নিয়মিত অনলাইনে থাকেন তারা নিশ্চয় আমাদের ‘শিপু ভাই’কে চিনেন, একজন ভাল পরোপকারী মানুষ হিসাবে তিনি এই বয়সেই নিজকে দাড় করিয়ে ফেলেছেন, তিনি এই ক্যাফে এন্ড কফি (Cafe n’ Coffee)’র একজন মালিক, তার প্রচেষ্টায় খিলগাঁও এলাকায় এই আড্ডাঘরটা (!এর ব্যাখ্যা আমি দিতে পারবো) চালু হয়েছে। প্রতিভাবান এই তরুণকে আমি স্নেহের চোখে নয়, একজন ছোট ভাই হিসাবে অন্তরে স্থান দিয়েছি। তার কর্মকান্ডের উপর আমি সব সময়েই চোখ রাখি এবং তার মঙ্গল চাই আমি সব সময়েই। তাকে ভুলে যাওয়া আমার পক্ষে নয়, মরণের আগে!
একটা ঘটনা না বলে পারলাম না, আমাদের ২য় সন্তানের জন্মের পর এনাইসিইউতে ছিল ১০ দিন। তার জন্মের পরের একটা ছবি সহ ফেসবুকে আপলোড দিয়েছিলাম, প্রায় পাঁচ শত লাইক এবং তিনশত কমেন্ট পড়েছিল বলে মনে আছে, এই সময়ে আমি ও আমার স্ত্রী হাসপাতালেই ছিলাম এবং একাকী, কাছের অনেক বন্ধুকেও সেদিন গুলোতে কাছে পাই নাই! একদিন হঠাত করে দেখি শিপুভাই হাজির, মটর সাইকেল নিয়ে! আমাকে সন্তনা দিলেন, আমার ছেলেকে এন আই সি ইউতে দেখতে গেলেন, প্রায় ঘন্টাখানেক আমার সাথে ছিলেন। সেই আমাদের প্রথম দেখা, যদিও আমি শিপু ভাইকে নানান ব্লগ থেকে আগেই চিনতাম, তার ছবিও অনেকবার দেখা হয়েছিল। আমি সত্যিই অবাক হয়েছিলাম এই ভেবে যে, এত মানুষ আমাকে চিনে বা আমার লেখা পড়ে (!) তারা আমাকে দেখতে আসে নাই, এই শিপুভাই এল! সেদিন আমার অন্তর কেঁদেছিল (এই লেখা লিখতে গিয়ে আমার চোখে জল এখনো)। একটা মায়াবী মন না থাকলে কারো পক্ষে এই কাজ করা সম্ভব নয় বলে আম মনে করি। যাই হোক, এই হচ্ছেন, আমাদের শিপুভাই, চেনা ব্রাহ্মণের পৈত্যা লাগে না! এর পরে আরো দেখা হয়েছে, শিপুভাইয়ের বাবাও ফেসবুকে যোগ দিলে আমি তার প্রথম দিককার বন্ধু হই! শিপুভাইয়ের বাবা মানে আমাদের কাকার সাথেও দেখা হয়, আড্ডা হয়, একসাথে চা পান করি। একই পরিবারের কয়েক ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব হলেও এই প্রথম একই পরিবারের পিতা পুত্রের সাথে আমার বন্ধুত্ব! শিপুভাইয়ের ছেলের সাথেও আমার বন্ধুত্ব হবে বলে মনে হচ্ছে! হা হা হা…।।
যাই হোক, তেমন আর বলার থাকে না! আম করি ক্যাফে এন্ড কফি (Cafe n’ Coffee) একটা আড্ডাঘর। এখানে লোকে আসে আড্ডা দিতে, আপনিও আড্ডা দিতে পারেন। চলুন ছবি দেখা যাক!
ছবি ১
ছবি ২
ছবি ৩
ছবি ৪
ছবি ৫
ছবি ৬
ছবি ৭
ছবি ৮
ছবি ৯
ছবি ১০
ছবি ১১
ছবি ১২
ছবি ১৩, রান্না নিয়ে কোন কমেন্ট করবো না, ভালবাসা মিশানো রান্না!
ছবি ১৪, শিপুভাই নিজেই যখন রান্না করেন, আরকিছু বলা চলে না!
ছবি ১৫
ছবি ১৬
যথারীতি শিপু ভাইয়ের কাষ্টমারদের সাথে সেলফি!
শিপুভাইয়ের ফেসবুক স্ট্যাটাস! লিঙ্কে ক্লিক করতে পারেন!
প্রিয় Shahadat Udraji ভাই এর স্বপরিবারে আগমনে আমি খুবই সারপ্রাইজড এবনহ আনন্দিত!!! এত এত মানুষ আসে বাট উনি একটু আসলো না এজন্য মনে একটু ক্ষোভ ছিল। ভাইয়ের ব্যাটারী (ভাবি) , ব্যালট আর বুলেটকে (ভাতিজা) দেখে রাগ ক্ষোভ ভুলে গেছি!!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!! আপনাদের সাথে একত্রে ডিনার করাটা আমার জন্য সম্মানের!!!
শেষকথাঃ জানতে পারলাম শিপুভাইয়ের এই ক্যাফে এন্ড কফি (Cafe n’ Coffee) বন্ধ হয়ে যাচ্ছে, এটা দুঃখের বিষয়!
সবাইকে শুভেচ্ছা।
ছবি তো নেই
LikeLiked by 1 person
no picture vaia…
LikeLiked by 1 person