গ্যালারি

বৈশাখের দুপুরের খাবার ও আমাদের সাধারন আনন্দ ১৪২৩!


প্রতি বছরের মত এবারেও আমাদের বাসায় (আমি ভাড়াটিয়া) বাংলা বছরের প্রথম দিনের খাবার দাবার অনুষ্ঠান হয়ে গেল! এ বছরে সবার নানান কারনে মন খারাপ থাকলেও শেষ পর্যন্ত মজাদার খাবারের আযোজন হলই! এটা আসলে এক  ধরনের চুড়াইভাতি বলা চলে, আমাদের বাড়িতে চার পরিবারের বসবাস, মিলে মিশে সবাই এই বাড়িতেই জীবন পার করে দিচ্ছেন! চার পরিবারকে আইটেম গুলোর এক একটা করে করতে বলে দেয়া হয়, ব্যস, হয়ে পড়ে! আর সাদা ভাত তো আছেই! আর এই আয়োজনের খাবারটা ঘরে নয় বাইরে বসেই খাওয়া হয়, অলিখিত নিয়ম হয়ে গেছে! পোলাপাইন সহ ছেলে বুড়ো সবাই মজা পায়! চলুন ছবিতে আমাদের সেই দুপুর দেখে ফেলি!


এই বাড়িতে ভাড়াটিয়া হিসাবে প্রায় ১২ বছর কাটিয়ে দিচ্ছি, দিন কেমনে যায়! 


বাড়ি থেকে বের হলেই রাস্তা, এই রাস্তা পার হলেই বড় রাস্তা!


আমাদের খাবার দাবার গুলো রান্নার পর এভাবে সাজিয়ে রাখা হয়েছিল।


প্রথম ব্যাচে শিশুরা খেয়েছিল, পরে আমরা বুড়োরা!


মাটিতে বসে খাবার একটা আলাদা আনন্দ আছে!


ভাই, আমাকে চিংড়ি ভর্তার বাটি দিন।


আমরা আমরাই!


আমি প্লেট সাজাই! চিংড়ি ভর্তা দিয়ে!


এই আমার প্লেট।


আহ!


এই ছিল আমাদের নিধারিত রান্না, শুঁটকী ভুনা ও মাছের ভর্তা। (এই দুই পদের রেসিপি আসছে!)

সবাইকে শুভেচ্ছা। আপনাদের সবার জীবন কাটুক আনন্দে!

(এই বিষয়ের আমাদের আগের পোষ্ট গুলো দেখার আমন্ত্রন জানিয়ে গেলাম!)

4 responses to “বৈশাখের দুপুরের খাবার ও আমাদের সাধারন আনন্দ ১৪২৩!

  1. শুভ নববর্ষ উদরাজী ভাই, আপনি আর আপনার পরিবারের বছরটা ভালো কাটুক। কাজের ফাঁকে আপনার ব্লগে মন্তব্য হয় কম, কিন্তু সব পোস্টই দেখি, ভালো লাগে। সারা দিন এতই ব্যাস্ততায় গেছে, যে আপনিই প্রথমজন, যাকে আমি শুভ নববর্ষ জানালাম, এমনকি আমার স্ত্রীকেও শুভেচ্ছা জানানো হয়নি 😦 আমার ১৪২২ সন খুবই ব্যাস্ততার সাথে সাথে খুব স্পেশালও ছিলো, প্রথম পিতা হয়েছি, সেই মেয়ের বয়সও ১১ মাস হলো। মাঝে মাঝে হয়, আপনার রান্নার রেসিপিগুলোতে “মায়ের কোলের শিশুদের জন্য” একটা রেসিপি সেকশন থাকলে মন্দ হতো না, সেইগুলো দেখে দেখে আমার প্রাণপ্রিয় মেয়েটাকে বানিয়ে খাওয়াতাম, হাহাহা 😀 😀

    ভালো থাকুন উদরাজী ভাই।

    Liked by 1 person

    • ওয়াও! হোয়াট এ নিউজ!
      এই নিউজ এতদিনে জানলাম!

      আপনাকে ব্লগে না পেয়ে মাঝে মাঝেই ভাবতাম, কোথায় আছেন, কেমন আছেন? মনে পড়তো, আবার চিন্তা করতাম, আপনি ভাল আছেন, থাকুন। যাই হোক, আসলে সবই সময়! আমাদের সময় এমনি করে যাচ্ছে, যাবে। আপনি পিতা হয়েছেন জেনে ভাল লাগলো। এবার নিশ্চয় আরো সুন্দর সময় কাটবে। বোনের জন্যও দোয়া থাকলো। কি নাম রাখলেন? আশা করি একটা ছবি আপ্লোড করবেন।

      ছোট কোলের সোনামনিদের জন্য আশা করছি একটা বিভাগ খুলবো, দাঁড়ান। কোন ব্যাপার না, আমার ঘরেও ছোট আছে!

      আনন্দে কাটুক আপনাদের সময়। শুভেচ্ছা থাকলো।

      Liked by 1 person

Shahadat Udraji (সাহাদাত উদরাজী) এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল