গ্যালারি

আড্ডাঃ সাম্পান, ধানমন্ডি


কথা নেই বার্তা নেই, আড্ডা দিন। একটা কমেন্টে এমন দেখে আমি আগ্রহ প্রকাশ করছি। পরের দিন ফোন দিলেন হুদা ভাই এবং ফোন ও মেসেজ ফ্রম ফয়সল ভাই। স্থানঃ সাম্পান, ধানমন্ডি ২৭! আপনারা তো জানেন, আড্ডায় আমার না নেই! আড্ডা যেখানে আমি সেখানে!


সময়ের আগেই সেখানে পৌঁছে যান ব্লগার নীল নক্ষত্র খালিদ ভাই। ভেবেছিলেন মতিঝিল থেকে যানজটে আটকা পড়ে অনেক সময় লেগে যাবে, কিন্তু গতকাল ঢাকা শহরে যানযট ছিল না! আহ, কি আনন্দ! আমি পৌঁছে যাদের দেখেছি তারা হচ্ছেন  নাজমুল হুদা ভাই, ডাঃ নিয়াজ ভাইকে এবং ওয়াহিদ সুজন ভাই নূতন বলে একটু দূরে বসে ছিলেন কিন্তু আমি দূর থেকে দেখছিলাম তিনি নিজেই পরিচিত হয়ে গেছেন (খুব কম সময়ের নোটিশে তিনি এসে আমাদের চমক দিয়েছেন)। পর এলো ঈশান, কিছু পরে ডাঃ ফয়সল ভায়া এবং সর্বশেষ বুয়েট বন্ধু আকাশগঙ্গা খ্যাত পলাশ, স্থান ভুলে এদিক ওদিক ঘুরে দেরী হয়ে গেছে! কোপালে খাবার লিখা ছিল না!


তুমল আড্ডা চলছে। তবে এবারের আড্ডায় মনে হয় মেডিক্যাল টার্মস নিয়ে একটু বেশী বেশী! ‘ডাক্তার যখন রোগী’ এমন নামে ঢাকাই সিনেমা হতে পারে! কৌতুকে সেরা হবেন কে? উচ্ছাস হাসিতে নিয়াজ ভাইয়ের জুড়ি নেই! (কত কি, সময়াভাবে লিখতে পারছি না)


আড্ডায় খাবার দাবার না হলে কি চলে! কড়াই চিকেন রেজালা/কারী এবং বাটার নান। কার দাওয়াত আর কে বিল দেয়? সবই আসলে কোপাল! উই মিস নয়ন এন্ড পলাশ ভায়া।


ফুটপাতে চা পানের শেষে বিদায়ের পালা।  দুপুর সাড়ে তিনটে থেকে কি করে রাত সাতটা হয়ে গেল তা টেরই পেলাম না!

রাতের জ্বলমলে শহরে হেঁটে বেড়ানোর মজাই আলাদা। শহরের অসঙ্গতি রাতের আঁধারে আলোয় ঢাকা পড়ে যায়। কিন্তু রাত বাস্তব নয়, বাস্তব হচ্ছে দিন, দিনের আলোয় আমাদের বেঁচে বর্তে থাকতে হয় এই পৃথিবীতে! দিনে পৃথিবীর প্রাকৃতিক  সৌন্দর্য্য দেখেই আমরা বলি, কি সুন্দর এই দুনিয়া!

আমাদের আড্ডা চলবেই, দিনে বা রাতে, যখন যেখানে, সময় হলেই।

76 responses to “আড্ডাঃ সাম্পান, ধানমন্ডি

  1. দাওয়াত পেলাম না

    Like

  2. আমি মনে হয় কিছু জিনিস সব দেশে একই রকম. পোস্ট চমৎকার.

    Like

  3. জমজমাট আড্ডা দিলেন দেখছি। একটা ঘোষনা দিয়ে আড্ডা দিতে পারতেন। আমরাও আসতে পারতাম।

    Like

  4. আমাদের গ্রুপ ছবিটা কৈ? নাজমুল ভাইয়ার কাছ থেকে পাওয়া যায় নাই?
    আরেকটু পড়তে মঞ্চায়, লেখা ছোট হয়ে গেছে!

    Like

  5. খাবারের ছবিটা বেশী দারুন হইছে। আর ছবির নিচে কে কোনজন চিনায়া দিলে এট্টু সুবিধা হৈতো 🙂

    Like

    • ধন্যবাদ দারাশিকো ভাই। কেমন আছেন? আপনাকেও একদিন আড্ডাতে চাই। সেই আড্ডা হবে ছবি দেখার আড্ডা।

      কেহ ছবিই তুলতে দেয় না, আর চিনায়া দিলে আমারে গুলি করবে নিশ্চয়। কত কসরত করে ছবি তুলেছি।

      শুভেচ্ছা।

      Like

  6. হুম। লেখাটা ছোট হয়ে গেছে। সমস্যা নাই। স্মৃতি তো বড় এবং ঝিকমিক।

    আমার খুবই ভালো লেগেছে।

    Like

  7. আড্ডা পোষ্টে জোর মাইনাস!
    আমি এলে কারো আড্ডার কথা মনে পড়েনা। ;(
    ডাকু কি সিলেট ছেড়ে ভাগলো?
    কাল ফোনে ধরতে হবে।

    Like

  8. পিংব্যাকঃ এক বিকেলে « ঝলক

  9. আমাদের নাজমুল হুদা ভাইয়ের আড্ডার পোষ্ট এসে গেছে! ইয়াহু!
    এক বিকেলে

    এক বিকেলে


    চলুন সেখানেও আড্ডা দেই।

    Like

  10. চট্টগ্রামে থাকি এইসব আড্ডায় যাওয়া হয় না 😦

    Like

  11. জমজমাট আড্ডা দিলেন।
    ভাল থাকুন। শুভ কামনা।

    Like

  12. চিটাং না পৌঁছা পর্যন্ত চুটিয়ে আড্ডাতে পারছি না। ব্যাড লাক! সাইবার থেকে কোপায়া মজা নাইক্কা !!! আপ্নেরা যাইয়েন না, আমি ঘরে ফিরেই এখানে স্কাড বম্বিং শুরু করে দেব !!! :p

    Like

  13. বাহ্, রিয়েল আড্ডার পর এখানে দেখছি একটি ভার্চুয়াল আড্ডা হয়ে গেল, আর আমি কিনা এলাম এক্কেবারে শেষ মুহূর্তে ! আসলে আমার ভুলো মন। ’খাইয়া-দাইয়া আড্ডার কথা ভুইলা গেছিলাম’। 🙂
    তবে সে ‍দিনের আড্ডার প্রাণ ছিল ‘ডাকু নিয়াজ মাওলা’ ভাই। আর আমরা ছিলাম তাঁর সহযোগী। ওনার লেডি কিলার মার্কা হাসি শুনে অদূরে বসা কয়েকজন সুন্দরী বার বার ফিরে তাকাচ্ছিলেন। নিয়াজ ভাইয়ের হাসি এবং তিনি দীর্ঘজীবী হোন।
    উদরাজী, অল্প কথায় তোমার কাছ থেকে আড্ডার বিশদ বর্ণনা পেলাম। তবে ছবির সংখ্যা কম হয়ে গেছে। হুদা ভাইয়ের ’ক্লিকবাজী’র কোন নমুনা দেখতে পেলাম না। তবে এতো চমৎকার একটি আড্ডা আয়োজনের জন্য ফয়সল ভাইকে ধন্যবাদ দিয়ে ‘লিলিপুট’ বানিয়ে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু সে চেষ্টা করলাম না, কারণ তিনি এখনো বিয়ে করেননি, তাই ধন্যবাদ দিয়ে খাটো করলে আবার বউ পেতে সমস্যা হবে। হা হা হা….। (স্থুল রসিকতার জন্য ডোন্ট মাইন্ড ফয়সল ভাই ;-))

    Like

  14. লন্ডনে যেমন লন্ডনী নাই, সব সিলেটি, ঢাকায় তেম্নি ঢাকাইয়া নাই … লেকের আশেপাশে বিচরণ করতে থাকা বলদগুলো এবারের কুরবানীর ব্যর্থ সদাই কিনা কে জানে !?! ধানমন্ডির ২৭ নম্বর যে বা যারা চেনেনা, তাদের কিডা কইসে আর মাইনষ্যেরে ডিরেকশান দিতে?
    যাক, কষ্টের পর কেষ্ট না মিললেও যা মিলেছে, তা যথেষ্টর চেয়েও বেশী কিছু।
    ফেরার পথে পলাশের সাথে আড্ডার দ্বৈরথে তো মৌর্য্য সম্রাজ্যের গুপ্তধনের মত মূল্যবান রত্নের সন্ধান লাভ হইল !!! 😀
    ঈশান ভাইরে থ্যাঙ্কু, তাঁর কাছ থেকে ‘দাম্পত্য জীবন’ সম্পর্কিত অনেক টোটকা পাওয়া গেছে, ভবিষ্যতে কাজ দেবে! 😉
    আর ওয়াহিদ ভাইরে বাচাল করার দায়িত্ব আমার। একবার খালি চিটাঙে আমার নাগালের পাইলেই … এক্কেরে … বানায়া দিমু … মুহাহাহাহা … … (আরে বাচাল বানায়া দিমু)

    Like

    • লন্ডনে যেমন লন্ডনী নাই, সব সিলেটি, ঢাকায় তেম্নি ঢাকাইয়া নাই … লেকের আশেপাশে বিচরণ করতে থাকা বলদগুলো এবারের কুরবানীর ব্যর্থ সদাই কিনা কে জানে !?!
      * ঢাহা আর আগের মত নাই!

      ধানমন্ডির ২৭ নম্বর যে বা যারা চেনেনা, তাদের কিডা কইসে আর মাইনষ্যেরে ডিরেকশান দিতে?
      * কথাটা কারে কইলেন! আমাগো নিয়াজ ভাইকে তো নয়! উনি তো এখন সিলেটী!

      যাক, কষ্টের পর কেষ্ট না মিললেও যা মিলেছে, তা যথেষ্টর চেয়েও বেশী কিছু।
      * সকল কিছুরই শেষ আছে!

      ফেরার পথে পলাশের সাথে আড্ডার দ্বৈরথে তো মৌর্য্য সম্রাজ্যের গুপ্তধনের মত মূল্যবান রত্নের সন্ধান লাভ হইল !!! 😀
      * ব্যাপারটা আমাদের আরো ডিটেইলস জানান। প্রেম পিরীতির ব্যাপার নয়তো!

      ঈশান ভাইরে থ্যাঙ্কু, তাঁর কাছ থেকে ‘দাম্পত্য জীবন’ সম্পর্কিত অনেক টোটকা পাওয়া গেছে, ভবিষ্যতে কাজ দেবে! 😉
      * ঈশানের কাব্য দেখেন, বুঝতে পারবেন আরো কত কি!

      আর ওয়াহিদ ভাইরে বাচাল করার দায়িত্ব আমার। একবার খালি চিটাঙে আমার নাগালের পাইলেই … এক্কেরে … বানায়া দিমু … মুহাহাহাহা … … (আরে বাচাল বানায়া দিমু)
      * ছেলেটা বড়ই শান্তশিষ্ট, যাকে বলে ‘কুলবয়’!

      Like

  15. “Size doesn’t matter…..’ 😉 হা হা হা হাস্তে হাস্তে শ্যাষ, তবে কথা বোধহয় সত্য, যেহেতু উধৃতিটি একজন ডাঃ দিছেন। 😛
    ফয়সল ভাই, আপ্নের সালামের মূল্য আমি বুজি, যান আপনের জন্য বিয়ে করলে টিপস ফ্রি । 😀

    Like

  16. রিয়েল আড্ডায় যে মজা পেয়েছি, এখানের কমেন্ট আড্ডাবাজিতে তারচে কম মজা পাইনি। শব্দপুঞ্জ ভাই, এবং উদরাজী, দুজনেরই সেন্স অব হিউমার আমাকে মুগ্ধ করেছে, দুজনকেই শুভেচ্ছা। তবে শব্দপুঞ্জ ভাইকে বলছি ‘অভিজ্ঞতা‘য় বেশী সমৃদ্ধ হতে গেলে এক সময় দেখবেন বেইল শ্যাষ। তখন শত বিন বাজালেও সাপ আর ফণা তুলে দণ্ডায়মান হবে না। 😉

    Like

  17. প্রথমে খাওয়া নাই। পরে ফটো নাই।
    আমি মানি না……………………………

    Like

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]