গ্যালারি

রেসিপিঃ সাধারণ চিকেন স্যুপ


কিছুদিন আগে আমি ম্যাগী রেডিমেট স্যুপের একটা রেসিপি দিয়েছিলাম। আমার গুগল প্লাসের বন্ধু সোহেল খান কমেন্ট করেছিলেন, “শাহাদাৎ ভাই, খাঁটি হোমমেড স্যুপের রেসিপি দেওয়ার অনুরোধ রইল। রেডিমেড আমার কমন পড়ে গেল। :-)” কথাটা আমার কানে লেগেছিল। সোহেল খান ভাই আমার রেসিপি প্রায়ই পড়ে থাকেন এবং সব সময় গুগল প্লাসেই কমেন্ট বা লাইক দিয়ে থাকেন। আজকের চিকেন স্যুপ আমাদের সোহেল ভাইয়ের জন্য। আশাকরি তিনি রান্না করবেন। তেমন কঠিন নয়।

প্রয়োজনীয় উপকরনঃ
– মুরগীর বুকের মাংশ
– সয়া সস
– লবন
– চিনি
– টমেটো সস
– কর্ন ফ্লাওয়ার
– থাই পাতা
– গোল মরিচ গুড়া কিংবা কাঁচা মরিচ কয়েকটা

(পরে আরো বিস্তারিত জানাবো।)

প্রণালীঃ

ছবি ১ –


ছবি ২


ছবি ৩


ছবি ৪


ছবি ৫


ছবি ৬


ছবি ৭

19 responses to “রেসিপিঃ সাধারণ চিকেন স্যুপ

  1. ছবিগুলো চমৎকার লাগলো।
    আর রেসিপির কথা কি নতুন করে বলতে হবে?

    শুভকামনা রইল সাহাদাত ভাই।

    Like

  2. সাহাদাত ভাই অসাধারন হইচে রেসেপি টা 🙂

    Like

  3. প্রথম আইলাম খাওয়াইবেন না কিছু??
    ভালো লাগলো আপনার উৎসাহ দেখে।
    চালিয়ে যান সঙ্গে আছি।
    ভালো থাকবেন সব সময়।

    Like

  4. রান্না করতেই হচ্ছে, ধন্যবাদ জানবেন দাদা। আর সত্যি এইরম আরো হোমমেড সুপের রেসিপির অপেক্ষায় রইলাম।

    Like

  5. কেউ রান্না করে দিলে খেতে পারি। নিজে বানাবার ধৈর্য নেই।

    Like

    • হা হা হা…। আরে নিজের রান্নার ব্যাপারই আলাদা! নিজের রান্না খেয়ে নিজে মজা লুটার কাজকারবারই আলাদা!

      যাই হোক, আশা করি ভাল ভাল খাবার খেতেই থাকবেন। এবং মাঝে মাঝে এসে দেখে যাবেন।

      শুভেচ্ছা নিন।

      Like

  6. পিংব্যাকঃ রেসিপিঃ চিকেন ভেজিটেবল স্যুপ (নাস্তা বা ইফতারে) | রান্নাঘর (গল্প ও রান্না)

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]