গ্যালারি

রেসিপিঃ বিফ উইথ ভেজিটেবলস


বিফ উইথ ভেজিটেবলস। আমাদের দেশের চাইনিজ রোস্তরা গুলোতে গেলে এমন একটা ডিসের নাম দেখা যায়। সামান্য কিছু জুলিয়ান কাট বিফের সাথে থাকে কিছু পদের সবজি। ব্যস… আজ হাতে সময় নেই।। বিস্তারিত পরে জানিয়ে দেবার ইচ্ছায় এখন শুধু ছবি দিয়ে গেলাম। যারা রান্না জানেন তারা দেখেই রান্না করে ফেলতে পারবেন…।।


ছবি ১


ছবি ২


ছবি ৩


ছবি ৪


ছবি ৫


ছবি ৬


ছবি ৭


ছবি ৮


ছবি ৯


ছবি ১০


ছবি ১১

ফ্রাইড রাইস কিংবা পলাউ দিয়ে খেতে খুব মজার।

15 responses to “রেসিপিঃ বিফ উইথ ভেজিটেবলস

  1. একটু বর্ণনা দিলে ভালো হতো সাহাদাত উদরাজী ভাই।

    Like

  2. উফ! দারুন! পরে রেসিপি দিয়ে দিয়েন!

    Like

  3. আহ! আমার খুব প্রিয় একটি ডিশ।
    দারুন লাগলো সাহাদাত ভাই!

    Like

  4. এইটা আমি রান্ধুম..শিউর…ডাক্তার যদিও হাইপ্রেশার হওনের কারণে নোটিশ দিছে…কিন্তুক গরুর মাংস দেখলেই মনটা খাই খাই করে..;)

    Like

  5. খালি একটা কথা…গরুর মাংস কি পয়লাই তেল নুন দিয়া কসাইয়া নিতে হবে? না পুরা সিদ্ধ করে ফেলতে হবে?

    Like

    • ভাল করে কষিয়ে নিবেন। সিদ্ব না হলে আবারো পানি দিতে পারেন। কচি গরু না বুড়া গরুর গোশত তা ……। হা হা হা…

      ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা থাকল… আশা করি নিজে রান্না করবেন…। রান্নায় একটা আলাদা আনন্দ আছে…।

      Like

  6. Mar apnar ranna khub valo lage. Aar akta kotha khub valo, “na thakle nai.” Hi hi hi hi ……………..

    Like

    • ধন্যবাদ বোন/ভাই।
      আপনার আম্মাকে আমাদের সালাম জানাবেন। আসলে আমি যাদের জন্য রেসিপি দিয়ে আসছে তাদের কঠিন রান্না বা অনেক মশলা রান্না দিলে উনারা হয়ত রান্নার প্রতি আর আগ্রহ দেখাবেন না। আমি চাই আমাদের বাংলাদেশীদের রান্না ঘরে যা থাকে তা দিয়েই যে শুরুটা হয়ে যায়। হা হাহা।

      বিশ্বাস করুন, হলুদ মরিচ ছাড়াও আমি রান্না দেখিয়েছি। কারন যনি রান্না করেন তিনি যেন তার কাছে থাকা মশলা দিয়েই রান্না করতে পারেন।

      শুভেচ্ছা।

      Like

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]