গ্যালারি

আলু ভর্তা (কাঁচা মরিচ ভেজে)


সুন্দর এই দুনিয়াতে মানুষ এসেছে খেতে আর ঘুমাতে। পেটে থাকলে ঘুমও আসে! খুব ক্ষুদা পেটে যা থাকে তাই সুন্দর। এক প্লেট ভাল আর আলু ভর্তা, আহ কি আনন্দ, এই সুন্দর দুনিয়া!


আলু সিদ্ব, পেয়াজকুচি, কাচামরিচ ও লবন। পেয়াজকুচি ও কাঁচা মরিচ হালকা তেলে ভেঁজে নেয়া যেতে পারে।


তার পর মিশিয়ে মনের মাধুরী দিয়ে মাখতে হবে।


আলু ভর্তা। খুব সহজ। সবাই আমরা পারি।

18 responses to “আলু ভর্তা (কাঁচা মরিচ ভেজে)

  1. আলু ভর্তা, ঘন ডাল,গরুর মাংস ভুনা আর ভাত হলে আর কিছু কি লাগে নাকি।

    Like

  2. আলু ভর্তা তৈরি করাতো একদম সহজ। 😀

    Like

  3. ফাইনাল পরীক্ষার কারণে অনিয়মিত হয়ে গেছি বাংলা কমিউনিটি ব্লগে। আর সামুর অবস্থা দেখে হতাশ! এছাড়া শব্দনীড়ে পাসওয়ার্ড জনিত এক অদ্ভূত সমস্যায় পড়েছি, লগইন করতে পারলেও মন্তব্য করতে পারছিনা। মন্তব্য করতে গেলে বলে- আমার পাসওয়ার্ড নাকি ভুল!!

    আগামী মাস থেকে ব্লগে নিয়মিত হওয়ার আশা রাখি। 🙂

    Like

  4. গতকাল শব্দনীড়ে গিয়েছিলাম, দেখি সমস্যা সমাধান হয়ে গেছে। 🙂

    Like

  5. ভাই আপনার এই টিউটোরিয়াল আমার জীবন টা বাঁচাইলো। অনেক ধন্যবাদ ভাই ।

    Like

  6. আবারো অনেক ধন্যবাদ ভাই। বুকমার্ক করে রাখলাম, বিপদে কাজে দেবে !

    Like

[প্রিয় খাদ্যরসিক পাঠক/পাঠিকা, পোষ্ট দেখে যাবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। নিম্মে আপনি আপনার মন্তব্য/বক্তব্য কিংবা পরামর্শ দিয়ে যেতে পারেন। আপনার একটি একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে কয়েক কোটি বার। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা থাকল। অনলাইনে ফিরলেই আপনার উত্তর দেয়া হবে।]