ব্যানার সমূহ


আমি ভাল গ্রাফিক্সের কাজ জানি না ফলে আমার দ্বারা ভাল ব্লগের ব্যানার করা হয়ে উঠবে না, তবে শিখতে চেষ্টা করছি। গল্প ও রান্না এবং আমার স্লোগান নিয়ে আপনারাও আমার জন্য ব্যানার পাঠাতে পারেন, সাইজ ৯৯০ X ১৮০ পিক্সেল। এটা সকল রেসিপি বন্ধুদের জন্য উন্মুক্ত। ব্যানারের কোনায় আপনি আপনার নাম ছোট করে লিখে দিতে পারেন, যাতে এটি আপনার কাজ বুঝা যায়।

পরিশ্রমিক দেয়া হবে না, মনে রেখেই আমাদের চলতে হবে! ব্যানার গুলোর একটা সংগ্রহ শালার প্রয়োজন হয়ে উঠছে। এই পেজে সেই ব্যানার গুলো একাত্রে রেখে দেয়া হবে যাতে চাইলেই আমরা দেখে যেতে পারি, কে কোন ব্যানার করেছেন। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।

ব্যানার নং ১

ব্যানার নং ২

ব্যানার নং ৩

ব্যানার নং ৪

ব্যানার নং ৫

ব্যানার নং ৬

এই ব্যানারটি করে দিয়েছেন ডাঃ ফয়সাল ভাই, চট্রগ্রাম থেকে (যিনি বাংলা ব্লগে ‘শব্দপুঞ্জ’ নামে পরিচিত)। এটি প্রথম ব্যানার যা একটা ইতিহাস তৈরী করে ফেলল। শুভেচ্ছা ও ধন্যবাদ।

ব্যানার নং ৭

এই ব্যানারটি করে দিয়েছেন নির্ঝর ভাই, যিনি আমার কাছে এখনো অপরিচিত (একদিন পরিচিত হবো বলে আশা রাখি)। ব্লগার/বন্ধু সুজন ভাইয়ের বন্ধু তিনি, ভাল গ্রাফিক্সের কাজ করেন। আমি সুজন ভায়াকে অনুরোধ করার পর তিনি নির্ঝর ভায়াকে আমার হয়ে অনুরোধ করেন এবং শেষে আমি এই ব্যানারটি পেয়ে যাই। শুভেচ্ছা ও ধন্যবাদ উভয়কে। আশাকরি উভয়েই এই ব্যানার দেখে আমার মত আনন্দ পাবেন।

ব্যানার নং ৮

ব্যানার এ

ব্যানার বি
এই ব্যানারগুলো করে দিয়েছেন আমাদের ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয় ব্লগার এবং কবি আফসার নিজাম ভাই। কবিতা ও নানাবিধ লেখার পাশাপাশি তিনি তার ব্লগে মাঝে মাঝেই নানান কোম্পানির লোগো আমাদের দেখিয়ে থাকেন, যা তিনি করেন। এই দেখা দেখে আমি তাকে আমার ব্লগের একটা ব্যানার করে দেয়ার অনুরোধ করি, তিনি আমার অনুরোধ মাটিতে ফেলে দেন নাই। আমাকে চার চারটি ব্যানার করে দিয়েছেন, যার মধ্যে দুইটি ব্যানার আমার বিরাট পছন্দ হয়েছে। শুভেচ্ছা নিন প্রিয় আফসার নিজাম ভাই। ভালবাসা থাকল।

ব্যানার ৯

এই ব্যানারটি করে দিয়েছেন আমাদের প্রভাকর ভাই। যিনি ভাল ছবি তুলেন এবং গ্রাফিক্সে কাজ করেন।

ব্যানার ১০

এটা আমি নিজেই করেছি।

ব্যানার ১১

এটা আমি নিজেই করেছি।

ব্যানার ১২

এই ব্যানারটা করে দিয়েছেন আমাদের এক ফেইসবুক এবং ব্লগার বোন। তিনি প্রায় একই রকমের দুটো ব্যানার পাঠিয়েছেন। তিনি নিজের নাম প্রকাশ করতে চান না। (হ্যাটস অফ টু ইউ সিষ্টার)

ব্যানার ১৩

ব্যানার এ

ব্যানার বি
উপরের ব্যানার গুলো করে দিয়েছেন আমাদের পান্থ হোসেন ভাই, যিনি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করেন বলে জেনেছি। আমি উনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরো কিছু ব্যানার আশা করছি। শুভেচ্ছা।

ব্যানার ১৪

Muhammad Tarik ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, এই চমৎকার ব্যানারটা মন ভরে গেল।

এবার আপনার পালা! জলদি, হারি আপ!

(আপনার যে কোন মতামত সাদরে গ্রহন করা হবে। ব্যানার হবে সাইজ ৯৯০ X ১৮০ পিক্সেল এবং পাঠাবেন udraji@gmail.com এই মেইলে। শুভেচ্ছা।)

19 responses to “ব্যানার সমূহ

  1. চমৎকার সংগ্রহ। তবে, ব্যানার কীভাবে ইতিহাস গড়ল, ঠিক বুঝলাম না!
    আপনাকেও শুভেচ্ছা!

    Like

    • ধন্যবাদ ফয়সল (আপনার নামের বানান নিয়ে আমি ঝামেলায় আছি, হুদা ভাই লিখেন ফয়সল আমি লিখি ফয়সাল) ভাই।

      আপনি প্রথম যিনি আমাকে একটা ব্যানার করে দিলেন, ইতিহাস সেই অর্থেই!

      শুভেচ্ছা। আশা করি আরো ব্যানার পাবো।

      Like

  2. এই ব্যানারে একটা ‘এ-কার’ কম আছে!

    Like

  3. খাদ্য ভেজালের বিরুদ্ধে রুখে দাঁড়ান- এটাও চলে। শব্দ আমারও ব্যানার বানাচ্ছে।

    Like

  4. সে ইতিহাসে আমার নামটা আছে দেখে ভালো লাগল।

    🙂

    Like

  5. নির্ঝর ভাইয়ের ভেংচি কাটা ব্যানার তো দেখি জটিলস্য জটিল হয়েছে !!! এক কথায়, হ্যাটস অফ!

    Like

  6. পিংব্যাকঃ রেসিপিঃ ডিমের সাধারন রান্না এবং পোষ্টের ৫০০তম লাইক! | রান্নাঘর (গল্প ও রান্না)

  7. Ami apner jonno eakta banner banate chai. Apner onumoti chai.

    Like

    • ধন্যবাদ সীদ হোসেন ভাই।
      আমার সাইটের সব কিছু সবার জন্য উন্মুক্ত। আমি নিজেও চাই আপনারা সবাই মিলে অংশগ্রহন করুন। এতে সাইটের অবস্থান আরো উন্নত হবে। আশা করি একটা ব্যানার করে পাঠাবেন।
      শুভেচ্ছা।

      Like

  8. সাহাদাত ভাইয়ের ব্যানার করে আমি নিজেই ব্যানার হয়ে গেলাম। একেই বলে চান কপাল। ধন্যবাদ ভাই।

    Like

নাজমুল হুদা এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল