নানান পদের মিষ্টি দেখুন। ছবি গুলো মীনা সুইটস থেকে তোলা তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে এটা মীনা সুইটসের প্রচার নয়, রাস্তার ধারে পেয়েছি, প্রবেশ করেছি এবং নিজ টাকায় মিষ্টি খেয়ে বের হয়েছি। মাঝে মিষ্টি নিয়ে কিছু জেনেছি! ব্যস।

ছবি ১, মীনা সুইটস!

ছবি ২, মিষ্টি সাজিয়ে রাখাও একটা আর্ট!

ছবি ৩, দেখেই যেন খেতে ইচ্ছা হয়!

ছবি ৪, এরা মুলত তাদের কনফেকশনারী আইটেম গুলোও সামনে রাখে।

ছবি ৫, সিঙ্গারা, সামোচা! আহ! বলে রাখি ‘মমো’ও পাওয়া যায়!

ছবি ৬, ছোট পরিসরে বেশ সুন্দর।

ছবি ৭, লাল মোহন, গোলাপ জামন ও কালো জাম!

ছবি ৮, কাশ্মীরি চমচম।

ছবি ৯, ক্রিম জাম।

ছবি ১০, বেবী সুইটস।

ছবি ১১, বালুসাই, আমার পছন্দ।

ছবি ১২, নানান ধরনের দই!

ছবি ১৩, পানতুয়া ও রসে ভেজা জিলাপি!

ছবি ১৪, এই যে বামে রস মালাই, ডানে রস গোল্লা! মাঝ খানে দুধ মালাই!

ছবি ১৫, কাঁচা গোল্লা!

ছবি ১৬, কাজু বরফি, কেজি ১৫০০/= টাকা। ধনীরা এই মিষ্টি খুব পছন্দ করেন!

ছবি ১৭, আঞ্জীর রোল, কেজি ১৫০০/= টাকা। আজ খেয়ে দেখলাম, আমার কাছে ভাল লেগেছে! এই মিষ্টি বিয়ে বাড়িতে নাকি খুব চলে!
কি আর চিন্তা, চলুন মিষ্টির দাম দেখিঃ তারিখঃ ৩০/১০/২০১৮ইং
কাঁচা গোল্লাঃ ৯৫০/- টাকা কেজি
রস মলাইঃ ৫৭৫/- টাকা কেজি
দুধ মলাইঃ ৬২৫/- টাকা কেজি
রসগোল্লা, ভেজাঃ ৪৪০/- টাকা কেজি
রসগোল্লা, ড্রাইঃ ৩৭৫/- টাকা কেজি
চমচম, কাশ্মীরিঃ ৬০০/- টাকা কেজি
চমচম, টাঙ্গাইলঃ ৫২৫/- টাকা কেজি
সন্দেশ, গুড়ঃ ৬৯৫/- টাকা কেজি
সন্দেশ, রোলঃ ৭৫০/- টাকা কেজি
ধদিয়াঃ ৭৫০/- টাকা কেজি
গুড়ের প্যারাঃ ৬৫০/- টাকা কেজি
দুধ সাগরঃ ৬২৫/- টাকা কেজি
কাঁচা দানাঃ ৬২০/- টাকা কেজি
হাফসিঃ ৬২৫/- টাকা কেজি
ক্রীম জ্যামঃ ৫৫০/- টাকা কেজি
বেবী সুইটসঃ ৪৭৫/- টাকা কেজি
গোলাব জামনঃ ৪৯৫/- টাকা কেজি
লাল মোহনঃ ৩৭৫/- টাকা কেজি
কালো জামঃ ৩৭৫/- টাকা কেজি
বালুসাইঃ ৩৭৫/- টাকা কেজি
ক্ষীরঃ ৮০০/- টাকা কেজি
মিহিদানাঃ ৩৯৫/- টাকা কেজি
পানতুয়াঃ ৫০০/- টাকা কেজি
জিলাপীঃ ৪৯৫/- টাকা কেজি
আঞ্জীর রোলঃ ১৫০০/- টাকা কেজি
আঞ্জীর হালুয়াঃ ১১৫০/- টাকা কেজি
কাজু হালুয়াঃ ১২৫০/- টাকা কেজি
পেস্তা হালুয়াঃ ১২৫০/- টাকা কেজি
মেস্কাত হালুয়াঃ ৫৫০/- টাকা কেজি
কাজু বরফিঃ ১৫০০/- টাকা কেজি
কেক বরফিঃ ৫১০/- টাকা কেজি
বাদামী বরফিঃ ৫৯৫/- টাকা কেজি
গাঁজর লাড্ডুঃ ৫৭৫/- টাকা কেজি
মাওয়া লাড্ডুঃ ৫৭৫/- টাকা কেজি
নিখুতি লাড্ডুঃ ৬২৫/- টাকা কেজি
জাফরানি লাড্ডুঃ ৮০০/- টাকা কেজি
মিষ্টি দইঃ ২৫০/- টাকা কেজি
টক মিষ্টি দইঃ ৩৬০/- টাকা কেজি
দই স্পেশালঃ ৩৫০/- টাকা কেজি
সবাইকে শুভেচ্ছা। ভাল থাকুন, আনন্দে কাটুক আপনাদের সময়!
মিষ্টির দরদাম নিয়ে সামুতে একটা ব্লগ লিখেছি!
http://www.somewhereinblog.net/blog/udraji/30259368
(বন্ধুরা, আপনারা চাইলে এই পোষ্ট প্রিন্ট, মেইল এবং শেয়ার করতে পারেন, অগ্রীম ধন্যবাদ ও শুভেচ্ছা)
Like this:
Like লোড হচ্ছে...