অপেরা ব্রাউজারের বাংলা ফন্ট সমস্যার সমাধান
প্রায় সব পিসি ব্যাবহারকারীরা অপেরা ব্রাউজারের বাংলা ফন্টের সমস্যাই ভুগেন। আজ আমি আপনাদের এর Ultimate সমাধান দিব। Step by step follow করেন-
১. প্রথমে ব্রাউজার খুলে Preference open করুন।
২. এরপর Webpages Tab ওপেন করুন, Normal font,Monospace font দুইটাই Siyam Rupali select করুন।
৩. এরপর Advanced এ যান, এখন বামদিকে Fonts এ ক্লিক করুন। এবার ডানদিকে Detailed font selection এ Browser ( menus, toolbars, dialogs, panels, tooltips) এই ৫টা category বাদ রেখে বাকি সব category, choose এ যেয়ে Siyam Rupali select করে দেন।
৪. সব Siyam Rupali select হলে এবার International Font এ ক্লিকান then Writing system: Bengali select করেন। এখন Normal font: Siyam Rupali select করে Ok করে বেরিয়ে আসুন। আবার Ok করে বেরিয়ে আসুন।
আশা করি এরপর থেকে আপনার অপেরাতে আর বাংলা ফন্ট নিয়ে সমস্যা হবে না ।
সংগ্রহঃ নেট থেকে।